সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১০ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আজ বুধবার সকালে উপজেলা চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ প্রতিনিধি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা রায়, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. বেল্লাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও ভাইস-চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান।
এছাড়াও কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাস, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, ফিল্ড এসিস্ট্যান্ট অফিসার মামুনুর রশীদসহ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি চেয়ারম্যান ময়না তাঁর বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ অধিদফতরের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। তারা যেন প্রতি বছর এ ধরনের উদ্যোগ নেয় এজন্য তাদের আহ্বান জানান তিনি।
পরে তিন ক্যাটাগরীতে পশুপাখি পালনকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা উপস্থিত ছিলেন। আজকের তানোর