সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৮ am
আশরাফুল ইসলাম রন্জু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসদরে অবস্থিত মুন্ডমালা হাটের এ বছরের জন্য সর্বচ্চো ইজারা মুল্য উঠেছে ১ কোটি ৭২ লাখ টাকা। যা গত বছরের চেয়ে এ বছর ইজারা মূল্য বেড়েছে ৫৬ লাখ টাকা। তবে, গত বছর ইজারা মূল্য ছিলো ১ কোটি ১৬ লাখ টাকা।
কিন্তু চলতি অর্থবছরের জন্য তিনজন ঠিকাদারের মধ্যে তহিদুল ইসলাম সিডিউলে ইজারাদার মূল্য দিয়েছেন ১ কোটি ২৩ লাখ টাকা, রামিল হাসান সুইট ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৫শ’ টাকা ও শওকত আলী ১ কোটি ৭২ লাখ টাকা।
স্থানীয় সূত্র জানায়, মুন্ডুমালা পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে গত অর্থবছর সর্বচ্চো ইজারা মূল্য উঠেছিলো ১ কোটি ১৬ লাখ টাকা। এরআগে ১ কোটির মধ্যেই সিমাবদ্ধ ছিলো মুন্ডমালা হাটের ইজারা মূল্য।
এব্যাপারে মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম এক ধাপে ৫৬ লাখ টাকা বেশি মূল্যে সিডিউল জমা পড়েছে। এবারে হাটের ইজারা দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। আজকের তানোর