সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩০ pm

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
প্রিমিয়ার ব্যাংকের সেই কর্মকর্তা কারাগারে গিয়ে ইমামতি করছেন

প্রিমিয়ার ব্যাংকের সেই কর্মকর্তা কারাগারে গিয়ে ইমামতি করছেন

নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাত করে কারাগারে গিয়ে ২৫ মাস ধরে ইমামতি করছেন প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখা ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল। কারাকতৃপক্ষ তাকে যখন যে ওয়ার্ডে রেখেছেন তখন সে ওয়ার্ডে তিনিই ইমামতি করেছেন বলে জানা গেছে।

কারাগার ও মামলা সুত্রে জানা যায়, ২০০০ সালের ২৩জানুয়ারী রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার ঘটনায় টাকা আত্নসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখায় ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল এর বিরুদ্ধে মামলা করেন প্রিমিয়ার ব্যাংকের জোনাল ম্যানেজার সেলিম রেজা খান।

এই মামলায় একই বছরের ২৭ জানুয়ারী ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় ২৫মাস থেকে কারাগারে রয়েছেন তিনি। তার আচার ও ব্যাবহার খুব ভালো।

কারাগারে ইমামতি করা বিষয়ে কারাগারে আটক প্রিমিয়ার ব্যাংকের ক্যাশ ইনচাজ শামসুল ইসলাম ওরফে ফয়সাল বলেন, প্রিমিয়ার ব্যাংকের ভল্ট থেকে তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার ঘটনায় গত ২০০০সালের ২৮জানুয়ারী থেকে আমি কারাগারে ৫ওয়াক্ত নামাজের মধ্যে সময় কাটাচ্ছি। জানিনা আর কতোদিন এ অন্ধকার কারাগারে থাকা লাগবে।

আমাকে ব্যাংকের দুই কর্মকর্তা বলেছিলেন তিন কোটি ৪৫ লাখ টাকা সরিয়ে নেয়ার সবদায় আমাকে স্বীকার করে নিতে। তাহলে তারা আমার পরিবারসহ আমার খোঁজ খবর নিবে। এমনকি তারা আমাকে কারাগার থেকে মুক্ত করবে। কিন্তু তারা আমার বা আমার পরিবারের কোন খোঁজ কবরই রাখেননি। আমি আমার পরিবারের কাছ থেকে জানতে পারি বরং তারা এখন আমাকে একা এই মামলায় ফাঁসাতে মরিয়া হয়ে উঠে উর্চ্চ আদালতে আমার মামলার জামিনে তাদের ব্যারিস্টার দাঁড় করিয়ে বাধা দিচ্ছে।

তিনি আরো বলেন, মামলায় উল্লেখ করা হয়েছে গত দুই বছর ধরে আমি টাকা গুলো ব্যাংক থেকে সরাতে থাকি। তাহলে গত দুবছরে কয়েকটি আডিট হয়েছে ব্যাংকে সেখানে কোথাও টাকা কম আছে বা গড়মিলের কোন তথ্য নেই। আমি যদি গত দুই বছর ধরে টাকা গুলো ব্যাংক থেকে সরাতে থাকি তাহলে অডিটে কি করে সব ঠিক থাকে এই প্রশ্ন দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাজশাহী সকল জনগনের কাছে।

সর্ব শেষে তিনি বলেন আমি একা এই ঘটনায় জড়িত না। সুষ্ঠ তদন্ত করে তাদেরও এই মামলাতে সংযুক্ত করতে দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যদের নিকট অকুল আবেদন জানিয়েছেন তিনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.