সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৬ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে তুচ্ছ ঘটনায় মারপিট, শিক্ষকসহ আহত ৪

তানোরে তুচ্ছ ঘটনায় মারপিট, শিক্ষকসহ আহত ৪

আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের আঘাতে শিক্ষকসহ তার পরিবারের ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ধীন রয়েছেন।গুরুতর আহতরা হল উপজেলার চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামিম শাহ তার ভাই শাহিন শাহ মা সাজেদা বেগম ও জিনারা বেগম। এঘটনায় শিক্ষক শামিমের পিতা মুন্তাজ আলী শাহ বাদি হয়ে শনিবার দুপুরের দিকে চুনিয়াপাড়া গ্রামের গোলাম রাব্বানী ওরফে বিশু কে প্রধান করে ৫ জন আসামীর নাম উল্লেখ ও অজ্ঞাত নামা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে শনিবার সকাল প্রায় ৯ টার দিকে  ঘটে মারপিটের এই ঘটনাটি। মারপিটের ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, সেই সাথে অভিযোগ দেওয়ার খবর জানতে পেরে আসামি বিশু বাহিনী প্রান নাশের হুমকি প্রদান করেছেন বলেও ভুক্তভোগীদের দাবি।

জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে বৃষ্টির পানি বের করা নিয়ে ওই গ্রামের মুন্তাজ আলীর পুত্র  শিক্ষক শামিম  শাহার সাথে কথাকাটি হয় প্রতিবেশী  গোলাম রাব্বানী ওরফে বিশু বাহিনীর সাথে। এরই এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই বিশু বাহিনী শিক্ষক শামিম কে মাটিতে পেলে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে নুয়ে পড়েন।তাকে উদ্ধার করতে আসেন ভাই শাহিন ও মা সাজেদা বেগম এবং  ভাই  মামুনের স্ত্রী জিনারা বেগম । কিন্তু বিশু বাহিনী শাহিনের মাথায়ও হাসুয়া দিয়ে কোপ দিয়ে তাদের মা ও মামুনের স্ত্রী জিনারা বেগম কে বেধড়ক মারপিট করেন।এঅবস্হায় গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন। শিক্ষক শামিম শাহ ও শাহিন শাহার মাথায় সাতটি করে সেলাই দেওয়া হয়েছে এবং তাদের মাও ভর্তি রয়েছে ও জিনারাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষক শামিমের পিতা মুন্তাজ আলী শাহ জানান, বাড়ির আঙ্গিনার পানি বের করা নিয়ে বিশু ও তার লোকজন বাড়িতে প্রবেশ করে আমার দুই ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমার স্ত্রী ও ছেলে বউকেও বেধড়ক মারপিট করেছে বলে হাওমাও করে কান্না শুরু করেন।

আহত মুন্তাজের স্ত্রী সাজেদা বেগম হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় কান্না জড়িত কন্ঠে  বলেন আমার মত বয়স্ক মহিলা তাদের হাত থেকে রক্ষা পায়নি। আমার শরীরের বিভিন্ন জায়গায় লাঠি কিল ঘুষি মেরেছে। শরীরের প্রতিটি জায়গায় ব্যাথায় কাতর আমি।

সেলিম শাহ জানান পানি বের করার জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু ছেড়েছি।কিন্তু বিশু,জহির, জয়নালসহ কয়েক জন মুন্ডুমালা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র আতাউর রহমান বাবলুর উপস্থিতিতে দেশীয় অস্ত্র দিয়ে আমার দুই ভাইকে কুপিয়েছে এবং মা ও ভায়ের বউকে মারপিট করে।তারা আমার ভাই শিক্ষক শামিম শাহ কে হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছে।  আসামি গোলাম রাব্বানী ওরফে বিশু অভিযোগ অস্বীকার করে বলেন আমি মারপিট করিনি।

প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু জানান শুধু আমি না পাড়ার অনেক লোকজনের সামনে মারপিট হয়েছে।  চিকিৎসকরা জানান দুই জনের মাথায় আঘাত পরিক্ষা নিরিক্ষা করে পরে বলা যাবে।আর সাজেদার শরীরে আঘাত তাকে পরিক্ষা করতে বলা হয়েছে। দু তিন দিন পর রোগীদের অবস্থা বলা যাবে।তবে মাথায় সেলাই দেওয়া হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, অভিযোগ পেয়েছি, এসআই নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.