শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৬ pm
ডেস্ক রির্পোট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যক্ষ মাওলানা সালাহউদ্দিন (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে ধানমন্ডির জিগাতলার বাসায় শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কয়েক বছর খতিবের দায়িত্ব পালন করতে পারছিলেন না।
২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খতিব পদে মাওলানা সালাহউদ্দিনের নিয়োগ নিয়ে মুসল্লিদের দুটি পক্ষের বিরোধে বায়তুল মোকাররম মসজিদে বেশ হট্টগোল হয়েছিল। তিনি ঢাকা মাদ্রাসা–ই–আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মাওলানা সালাহউদ্দিন ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা হবে। পরে বাদ আসর জিগাতলা মসজিদে জানাজা শেষে মিরপুরের মনিপুর বাবাহুজুর মসজিদ প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে। সূত্র : প্রখমআলো