সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৫ pm

সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মশাল মিছিল অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আবারও মন্ত্রণালয় পুনর্বণ্টন দরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে, গ্রামপুলিশ অবরুদ্ধ উপদেষ্টা তিনজন, দুজন পাচ্ছেন প্রতিমন্ত্রী মর্যাদা চারঘাটে রাসেল ভাইপার সাপ নিয়ে রামেক হাসপাতালে কৃষক শাহিনুর নাচোলে শিক্ষার্থী অপহরণের মাস্টারমাইন্ড ইউনিয়ন আ.লীগ নেতা ফিরোজ মেম্বার আটক আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ ইসলামে সুদ খোরের ভয়ংকর শাস্তি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪ রাজশাহী জেলা যুবলীগ নেতা রনু ভারতে গ্রেপ্তার বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার
তানোরে সরনজাই ইউপি নির্বাচনে এবার সাঈদে’র পক্ষে জনতার ঢল

তানোরে সরনজাই ইউপি নির্বাচনে এবার সাঈদে’র পক্ষে জনতার ঢল

ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন পুনরায় ঘোষণা করায় স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী সাইদুর রহমান সাঈদের নির্বাচনী বর্ধিতসভা জনসভায় রুপান্তরিত হয়েছে। তিনি স্থানীয় আ’লীগ সমর্থিত হলেও নৌকা প্রতিক ছাড়াই মটরসাইকেল প্রতিক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজ (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে অত্র ইউনিয়নের সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে সাঈদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শরীফ খাঁন। অত্র ইউনিয়ন আ’লীগ সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি মো. লুৎফর হায়দার রশীদ ময়না।

উক্ত সমাবেশে হাজারও নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বি ফরাদ, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কাশেম ও মুন্ডুমালা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমীন প্রমুখ।

প্রসঙ্গ, স্থগিত হওয়া রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সম্প্রতি (১ ফেব্রুয়ারী) মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নিবার্চন অফিসসহ বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিন্ধান্ত মোতাবেক সরনজাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যার ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আব্দুল মালেক ভোটে অংশগ্রহণে আইনগত সুযোগ নেই। তাই সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদকে আ’লীগের সমর্থিত প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। ফলে আ’লীগের বর্ধিত সভা জনসভায় রুপান্তর হয়।

পরে আবদুল মালেক হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখেন। পরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ হাইকোর্টের রিটের ওপর হাইকোর্টে আপিল করেন। কিন্তু এরইমধ্যে ব্যালটে নৌকার প্রার্থীর প্রতীক থাকলেও হাইকোর্টের আদেশে নৌকার প্রার্থীতা বাতিল ঘোষণা করায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।

তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সব আয়োজন প্রস্তুত রয়েছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, সম্প্রতি গত মঙ্গলবার নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। ওই চিঠির সূত্র ধরে আগামী ৭ ফেব্রুয়ারি সরনজাই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, আইনি জটিলতার কারণে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক নির্বাচনের অংশগ্রহণ করতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। এরপর সরনজাই ইউনিয়ন ব্যতিত উপজেলার ৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.