রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩১ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
প্রিমিয়ার লিগ ফুটবল : লড়াইটা দেশি বনাম বিদেশি কোচেরও

প্রিমিয়ার লিগ ফুটবল : লড়াইটা দেশি বনাম বিদেশি কোচেরও

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো এএফসি প্রো লাইসেন্স কোর্স হচ্ছে। কোচিং ডিগ্রির পরীক্ষায় স্থানীয় কোচ ছাড়াও অংশ নিয়েছেন বিদেশিরা। দিনকে দিন দেশি কোচদের কোচিংয়ের ওপর পড়াশোনার ঝোঁক বাড়ছে। আর তা কাজে লাগানোর জন্য এবার অনেকের সামনে প্রিমিয়ার লিগ বেছে নেওয়ার সুযোগ। তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগ ফুটবলে দেশি কোচদের সঙ্গে বিদেশিদেরও ‘পরীক্ষা’ হবে। দেখা যাবে ডাগ আউটে দাঁড়িয়ে ক্ষুরধার মস্তিষ্কের ব্যবহার। এবারও ক্লাবগুলোতে বিদেশি কোচদের আধিক্য। আবাহনী লিমিটেডে পর্তুগিজ মারিও লেমস, বসুন্ধরা কিংসে স্প্যানিশ অস্কার ব্রুজন, শেখ জামালে স্প্যানিশ হুয়ান মার্তিনেস, মুক্তিযোদ্ধায় মালয়েশিয়ার রাজা ইসা, মোহামেডানে অস্ট্রেলিয়ার শন লেন, পুলিশ এফসিতে রুমানিয়ার অ্যারিস্টিকা সিও ও সাইফ স্পোর্টিংয়ে আর্জেন্টিনার ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি রয়েছেন।
আর স্থানীয়দের মধ্যে চট্টগ্রাম আবাহনীতে মারুফুল হক, শেখ রাসেলে সাইফুল বারী টিটু, স্বাধীনতা ক্রীড়া সংঘে মাসুদ আলম জাহাঙ্গীর, উত্তর বারিধারার সোহেল রহমান ও রহমতগঞ্জে গোলাম জিলানি ডাগ আউটে থাকবেন। প্রিমিয়ার লিগের আগের ১২ আসরে দেখা গেছে বিদেশি কোচদের জয়জয়কার। আবাহনী লিমিটেড সর্বোচ্চ ৬টি শিরোপা জিতেছে। সবক’টি বিদেশি কোচদের হাত ধরে। শেখ জামাল তিনটি জিতেছে। এর মধ্যে দুটি বিদেশি কোচের অধীনে। বসুন্ধরা কিংসের দুটি শিরোপাই স্প্যানিশ কোচের মস্তিষ্ক প্রসূত। এর বাইরে স্থানীয় কোচদের মধ্যে সফল শুধু একজনই। উয়েফা ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ মারুফুল হক। শেখ রাসেল ছাড়াও শেখ জামালের শিরোপা এসেছে তার হাত ধরে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া লিগে খেলোয়াড়দের অবস্থান বিবেচনা করলে সাফল্যের দিক দিয়ে বিদেশি কোচরাই এগিয়ে থাকবেন। বিশেষ করে আবাহনী ও বসুন্ধরা। দুই দলেই স্থানীয়দের সঙ্গে উঁচুমানের বিদেশি রয়েছে। শিরোপা লড়াইয়ে এই দুই দলই ফেভারিট।
কে সফল হবেন তা লিগ শেষে পরিষ্কার হবে। তবে দেশি-বিদেশি কোচদের পরীক্ষায় অনেক কিছু যে শেখার আছে তা বলেছেন কেউ কেউ। এই যেমন মোহামেডানের কোচ শন লেনবলেছেন, ‘আমি মনে করি, এতে করে সব ক্লাবের কোচিং স্টাফদের মধ্যে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ আছে। এখানে বিদেশি বা দেশি বলে কোনও কথা নয়। বিদেশি কোচদের এখানে এসে অনেক কিছু শিখতে হয়। বুঝতে হয়। আর স্থানীয়দের তো আগে থেকেই অভিজ্ঞতা আছে। সবাইকে চেনে জানে। অনেকে সাফল্যও পাচ্ছেন। তবে যাই হোক না কেন, ম্যাচ শেষে কিন্তু সবাই জিততে চায়।’ আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস একই ঢংয়ে কথা বললেন, ‘আমি আবাহনীতে এসেছি কয়েক বছর হলো। এখানে দেশি কোচদের মধ্যেও সম্ভাবনা আছে। তারা ভালো করছে। এখানে আমাদের যেমন শেখার আছে, তেমনি তাদেরও। মাঠেই তাই পরীক্ষা হয়ে যাবে।’ সাইফুল বারী টিটু দীর্ঘদিন ধরে কোচিং করিয়ে আসছেন। বিদেশি কোচদের কাছ থেকে শেখার আছে বলে মনে করেন জাতীয় দলের এই সাবেক ডিফেন্ডার, ‘বিদেশি কোচদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের কোচিংয়ের ধরন থেকে অনেক কিছুই নেওয়া সম্ভব। আমি মনে করি শেখার তো শেষ নেই।’ আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.