শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৭ am
ইমরান হোসাইন : স্থগিত হওয়া রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নিবার্চন অফিসসহ বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিন্ধান্ত মোতাবেক সরনজাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যার ও আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আব্দুল মালেক ভোটে অংশগ্রহণে আইনগত সুযোগ নেই।
জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মালেকের ঋণ খেলাপির কারণে বাছাইয়ের দিনে প্রার্থীতা বাতিল করা হয়েছিলো।
এ নিয়ে প্রার্থী আবদুল মালেক তার সমদয় ঋণ পরিশোধ করে জেলা নির্বাচন অফিসে আপিল করেন। জেলা নির্বাচন অফিস আপিল শোনানিতেও তার প্রার্থীতা বাতিল করেন।
পরে আবদুল মালেক হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখেন। পরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ হাইকোর্টের রিটের ওপর হাইকোর্টে আপিল করেন। কিন্তু এরইমধ্যে ব্যালটে নৌকার প্রার্থীর প্রতীক থাকলেও হাইকোর্টের আদেশে নৌকার প্রার্থীতা বাতিল ঘোষণা করায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল।
তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, ৭ ফেব্রুয়ারি সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য সব আয়োজন প্রস্তুত রয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, মঙ্গলবার নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। ৭ ফেব্রুয়ারি সরনজাই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আইনি জটিলতার কারণে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক নির্বাচনের অংশগ্রহণ করতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। এরপর সরনজাই ইউনিয়ন ব্যতিত উপজেলার ৬টি ইউপিতে ভোটগ্রহণ হয়। আজকের তানোর