রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৬ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ফাইনালে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

ফাইনালে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে হেরে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্নটা শেষ হয়ে গেল বাংলাদেশের। ২২ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা। মূল পর্বের টিকিট নিশ্চিত করার মিশনে মালয়েশিয়া, কেনিয়ার পর স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় নিগার সুলতানার দল।

শ্রীলংকার বিপক্ষে গ্রুপে শেষ ম্যাচটা তাই বাংলাদেশের জন্য ছিল অঘষিত ‘ফাইনাল’। আর সেই ফাইনালেই হেরে কমনওয়েলথ গেমসের মূলপর্বে ওঠা হলো না বাংলাদেশের।

কুয়ালালামপুরে বাছাইপর্বের শেষ ম্যাচে সোমবার আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলংকা। জবাবে ২০ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ৫ উইকেটে ১১৪ রান।

চতুর্থ ওভারে দলীয় রানে ১৪ রানে শ্রীলংকার ওপেনার ভিষ্মি গুনারত্নে ৭ রানে ফেরায় বাংলাদেশ। কিন্তু আরেক ওপেনার আতাপাত্তুকে আটকাতে পারেনি বাঘিনীরা। ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৪৮ রান আতাপাত্তু। দশম ওভারের শেষ বলে তিনি আউট হওয়ার সময়ই শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭২ রান।

এরপর হার্শিতা মাধবীর ২২ বলে ১৯, নীলাক্ষী ডি সিলভার ২৫ বলে ২৮ আর আনুশকা সঞ্জীবনীর ১৬ বলে ২০ রানের সুবাদে ১৩৬ রানের লড়াকু লক্ষ্য ছুড়ে শ্রীলংকা। সালমা খাতুন ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট নেন, সানজিদা আক্তার উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান।

বাকি চার বোলার সুরাইয়া আজমিন ২ ওভারে ১২ রানে ১ উইকেট, নাহিদা আক্তার ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট, রুমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন। ৩ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রিতু মনি।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন ওপোনার শামিমা সুলতানা। আরেক ওপেনার মুরশিদা ৩৬ বলে ৩ চারে করেন ৩৬ রান। নিগার ২১ বলে ২ চারে করেছেন ২০ রান।

কিন্তু এরপর ধস নামে বাংলাদেশি ব্যাটারদের। কেবল পাঁচে নামা সোবহানা মুস্তারি ১৩ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন। বাকি কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি। ফলে ১১৪ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ দল।

শ্রীলংকার চামারি আতাপাত্তু বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে ৩ উইকেট। অলরাউন্ডিং পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি।

আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেমস। যেখানে বাংলাদেশকে হারিয়ে অষ্টম দল হিসেবে যুক্ত হয়েছে শ্রীলংকা। বাংলাদেশের মেয়েদের হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। আট দলের টুর্নামেন্টের বাকি ৭ দল হলো- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.