শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১০ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় হিজড়া জনগোষ্ঠির অধিকার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওহাটায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার। আলোচনায় অংশ নেন কনসালটেন্ট শাহ মো. জিয়া উদ্দিন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারি মো. আখতার জামান, পবা উপজেলা প্রেসক্লাব সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব।
অনুষ্ঠানে হিজড়া শিশু সম্পর্কে ধারণা, হিজড়াদের সমস্যা, সমস্যায় করণীয়, সার্বজনিন মানবাধিকার, নারী ও তৃতীয় লিঙ্গের সামাজিক অবস্থার বৈষুম্য ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিজড়া সদস্য ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। আজকের তানোর