সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৬ pm
ডেস্ক রির্পোট : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তিনি ফোন করে তাকে নির্যাতন-প্রাণনাশের হুমকির অভিযোগ জানান। সন্ধ্যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
ওসি ইকরাম আলী মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরএম ফয়জুর রহমান জানান, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করে একটি অভিযোগের কথা জানান। এরপর তার বাসায় থানা পুলিশ যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ করার জন্য মুরাদের স্ত্রী থানায় এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর