সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৬ pm
নিজস্ব প্রতিবেদক : সারা দেশের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। রাজশাহীসহ দেশের বড় শহরগুলোতেও শীত বাড়তে শুরু করেছে। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
অন্যদিকে, শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশাও বাড়ছে। অনেক এলাকায় ঘন কুয়াশা দুপুর পর্যন্ত গড়াচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এই শৈত্যপ্রবাহ আর কুয়াশা থাকবে।
এদিকে, মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ ঠিক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রাই কমেছে। সোমবারের চেয়ে মঙ্গলবার এক ডিগ্রী সেলসিয়াস কমে সর্বোনিম্ন তাপমাত্রা হয়েছে ১০ দশমিক ০৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ দশমিক ০৫ ডিগ্রী সেলসিয়াস।
ফলে শীতের অনুভূতি বেড়েছে। দৃষ্টিসীমায় দীর্ঘ সময় ছিল কুয়াশা। অনেক এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা দেখা গেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশার পরিমাণ ছিল বেশি। অনেক এলাকায় দুপুরে কিছুটা রোদ দেখা যাওয়ার পর বিকেল গড়াতে কুয়াশার চাদর আবারও ফিরে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমে জানিয়েছেন, আগামী দুই-তিন দিন উত্তর-পশ্চিমাঞ্চলে এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তারপর কিছুটা মেঘ এসে শীতের দাপট কমে যেতে পারে। তার আগে দেশের বেশির ভাগ এলাকায় চলমান শীতের অনুভূতি থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার ভোর থেকে নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নঁওগা ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এসব এলাকায় কাল বুধবার একই মাত্রায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
অন্যান্য এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। মঙ্গলবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের তানোর