শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খানের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারী ঘটিত কেলেংকারীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
অপরদিকে, একই সময়ে একই স্থানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেয়া নেতাকর্মীদের বিপক্ষে প্রতিবাদসভা ও মানববন্ধন আহ্বান করেন।
এতে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী দেয়ায় এলাকায় সংঘর্ষের আশঙ্কায় নাচোল বাজার মোড়, ডাকবাংলা চত্বর, উপজেলা পরিষদ চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আহমেদ।
এদিকে, সকাল থেকে মাইকিং করে জানানো হয়, ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশসনের ১৪৪ ধারা জারির জন্য সকাল থেকে বাসস্ট্যান্ড মোড় এলাকাসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এঅবস্থায় আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেনের নেতৃত্বে দুপুর ২টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। আজকের তানোর