রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৩ am
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২ জানুয়ারী রবিবার বিকেলে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক বাচ্চু, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন প্রমূখ।
দিবসটির মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহাঙ্গীর আরিফ প্রামানিক। পরে সন্ধ্যায় লোকজ শিল্পী ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের সমন্বয়ে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের তানোর