রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪০ pm
সানাউল্লাহ স্বপন, তানোর :
রাজশাহী তানোরে কলমা ইউপির চন্দনকোঠা গ্রামে কৃষকের মতামতের ভিত্তিতে অত্র মৌজার ১৬ নম্বর দাগে অবস্থিত বিএমডির গভীর নলকূপের সেচ কার্যক্রম পরিচালনার জন্য ২০২১-২০২২ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ২৬ ডিসেম্বর সন্ধ্যার পরে চন্দনকোঠা উচ্চ বিদ্যালয় মাঠে এক মিটিংয়ে সকল কৃষকদের সম্মতিক্রমে কামরুত জামানকে সভাপতি ও আব্দুল সামাদকে সাধারণ সম্পাদক ছাড়াও সাজেদুর রহমান সাজুকে ক্যাশিয়ার পদে দায়িত্ব দেয়া হয়। আর জাহাঙ্গীর আলম, মো. বাচ্চু, মো. আইনুল, মো. মিলন, মো. হারেজ, মো. রফিকুল, মো. বাবু, মো. রাজ্জাককে সাধারণ সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এরআগে থেকেই গভীর নলকূপটি সমিতির মাধ্যমে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে এক জুরুরি মিটিংয়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এই নতুন কমিটি গঠন করা হয়।
বিএমডিএর ওই গভীর নলকূপ কমান্ড এরিয়ায় ৩০৭ বিঘা জমিতে গত মৌসুমের সেচ কার্যক্রম পরিচালনা শেষে অবশিষ্ট ৪ হাজার ৫০০ টাকা নতুন কমিটিকে বুঝিয়ে দেয়া হয়। নতুন কমিটি প্রতি বিঘায় সেচ চার্জ নির্ধারণ করেছে ১ হাজার ২০০ টাকা। এই সেচ চার্জ সম্প্রতি ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়। ইহা সর্বসম্মত্রিক্রমে গৃহিত হয়।
তবে, বিএমডিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত অপারেটর জাহানারা খাতুন দায়িত্বরত আছেন। কিন্তু কমিটির সভাপতি কামরুত জামান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও ক্যাশিয়ার সাজেদুর রহমানসহ ১১ সদস্য বিশিষ্ট সেচ কমিটি যেভাবে গভীর নলকূপটি পরিচালনা করবেন অপারেটর জাহানারা খাতুন সেইমতে সেচ কার্য পরিচালনা করবেন। এতে অপারেটরের কোন ওজর আপত্তি ও গাফলতি লক্ষ্য করা গেলে কমিটির লোকজন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আজকের তানোর