সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৫ am
ক্রীড়া ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘মুজিব শতবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফাইনাল খেলাটি শুরু হয়।
ফাইনালে অংশ নেয় দুরন্ত ক্রিকেট একাদশ ও ইয়াং রেন্জার্স। এতে জয় লাভ করে দুরন্ত ক্রিকেট একাদশ।
যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে জমজমাট এই টুর্নামেন্টের ব্যবস্থাপনায় স্বজনদের পাশাপাশি সর্বাত্মকভাবে সহযোগিতায় রয়েছে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্বজনদের এটি ধারাবাহিক পঞ্চম আয়োজন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মোস্তফা মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক, সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হালিম তালুকদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস হোসেন মোল্লা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি মো. ইব্রাহিম সরদার।
স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন জানান, ২৪ দল নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি এ টুর্নামেন্টটি শুরু হয়ে সেমিফাইনাল পর্যন্ত শেষ হয়েছিল।কিন্তু করোনার ভয়াবহতা শুরু হয়ে যাওয়ায় ফাইনাল খেলাটি সম্পন্ন করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করতে খেলা প্রিয় সবার প্রতি আন্তরিক অনুরোধ জানান তিনি। সূত্র : যুগান্তর