নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে মুন্ডুমালা পৌরসভায় ত্রাণের কম্বল নিয়ে ব্যক্তিগত প্রচারণা এবং বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগে বঞ্চিতরা মেয়রের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে গুঞ্জন বইছে।
জানা গেছে, সম্প্রতি ২৬ ডিসেম্বর রবিবার মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌর চত্বরে কম্বল বিতরণ করেন পৌর মেয়র সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু, প্যানেল মেয়র-২ আতিকুর ইসলাম, পৌর সচিব আবুল হোসেনপ্রমুখ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, ভিক্ষুক থেকে বাদশা হলে যা হয়।
মেযর নিজেই ছিলেন হাটের কুলি এক সময় লাইনে দাঁড়িয়ে ত্রাণের কম্বল নিয়েছেন। তার সেই মানসিকতা এখানো রয়েই গেছে নইলে ত্রাণের কম্বল নিয়ে এমন জঘন্য কারবার করতে পারে। সেই ক্ষোভে তিনিও বিতরণে অংশগ্রহণ করেননি। এছাড়াও কম্বল বিতরণের সময় তিনি নৌকা ও এমপি বিরোধী বক্তব্য দিলে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের দেয়া ত্রাণের কম্বল বিতরণে মেয়রের ব্যক্তিগত প্রচারণা, স্বজনপ্রীতি ও দুর্নীতি করা হয়েছে। তারা বলেন, পৌর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার অপরাধে অনেক অসহায় দরিদ্রকে কম্বল না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনায় জনমনে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। উঠেছে সমালোচনার ঝড়। তবে, পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তার প্রতিপক্ষদের অপপ্রচার মাত্র। আজকের তানোর