সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৭ am

সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মশাল মিছিল অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আবারও মন্ত্রণালয় পুনর্বণ্টন দরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে, গ্রামপুলিশ অবরুদ্ধ উপদেষ্টা তিনজন, দুজন পাচ্ছেন প্রতিমন্ত্রী মর্যাদা চারঘাটে রাসেল ভাইপার সাপ নিয়ে রামেক হাসপাতালে কৃষক শাহিনুর নাচোলে শিক্ষার্থী অপহরণের মাস্টারমাইন্ড ইউনিয়ন আ.লীগ নেতা ফিরোজ মেম্বার আটক আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ ইসলামে সুদ খোরের ভয়ংকর শাস্তি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪ রাজশাহী জেলা যুবলীগ নেতা রনু ভারতে গ্রেপ্তার বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার
মেসির গড়া বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তাদিচ!

মেসির গড়া বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তাদিচ!

ক্রীড়া ডেস্ক : দশ বছর আগে লিওনেল মেসির গড়া এক বছরে সর্বোচ্চ অ্যাসিস্টের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন আয়াক্স আমস্টারডাম মিডফিল্ডার দুসান তাদিচ, এমনটাই বলে আসছিল তার ক্লাব।

কিন্তু এবার সে নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। বেশ কিছু ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, মেসির গড়া বিশ্বরেকর্ড ভাঙেননি তাদিচ, রেকর্ড থেকে এক অ্যাসিস্ট দূরেই থেমেছেন তিনি!

আয়াক্স আমস্টারডাম তাদের টুইটারে ফলাও করে প্রচার করেছিল বিষয়টা, বলছিল এক বছরে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটা এখন তাদের মিডফিল্ডার তাদিচের।

২০১১ সালে মেসি সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ৩৬টি গোল। আয়াক্স বলছিল, চলতি বছর ৩৭টি অ্যাসিস্ট করে সে রেকর্ড ভেঙে দিয়েছেন তাদিচ।

তবে এরপরই শুরু হয়েছে বিতর্ক। ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন, ও ইংলিশ ক্রীড়া পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপ্টা জানাচ্ছে সে বছর মেসি অ্যাসিস্ট করেছিলেন ৩৬ অ্যাসিস্ট। আর চলতি বছর তাদিচ সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩৫ গোল। তাতেই বিতর্কের সূত্রপাত।

প্রশ্ন উঠেছে, আয়াক্সের পরিসংখ্যানে তাদিচের দুটো বাড়তি অ্যাসিস্ট এলো কোত্থেকে? জানা গেছে, চলতি মৌসুম শুরুর আগে আন্ডারলেখট ও লিডস ইউনাইটেডের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচে সেই দুই অ্যাসিস্ট করেছিলেন তাদিচ। আয়াক্সের হিসেবে চলে এসেছে সেগুলোও।

মেসির ১০ বছর আগের সেই ৩৬ অ্যাসিস্ট এসেছিল ক্লাব প্রীতি ম্যাচ বাদ দিয়েই। আর ক্লাব প্রীতি ম্যাচ হিসেবে আনলে ২০১১ সালে মেসি সবমোট গোল করিয়েছেন ৪০টি।

মেসির রেকর্ড ভাঙতে না পারলেও নিজের কীর্তি নিয়ে গর্বই হওয়া উচিত তাদিচের। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিশ্বকাপ প্লে অফে ঠেলে দিয়ে সার্বিয়াকে সরাসরি বিশ্বকাপে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন, পর্তুগিজদের বিপক্ষে আলেক্সান্দার মিত্রোভিচের জয়সূচক গোলটাও এসেছিল তার অ্যাসিস্ট থেকেই।

লিগেও তার ধারাবাহিক পারফর্ম্যান্স দলকে জিতিয়েছে ঘরোয়া দুই শিরোপা! যদিও চলতি মৌসুমে সেটা আছে বড় চ্যালেঞ্জের মুখেই। চিরপ্রতিদ্বন্দ্বী পিএসভি এইন্দহোভেনের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে দলটি আছে তালিকার দ্বিতীয় স্থানে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.