সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৯ pm
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। এই এক দিনে দুজন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কেউ।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৮ জন।
বর্তমানে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। রোববার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে।
এর মধ্যে করোনা ধরা পড়েছে রাজশাহী জেলার একজনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। আজকের তানোর