রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০২ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। দিবসের সূচনালগ্নেই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।
বৃহস্পতিবার সকালে শহীদ মিনারে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক জেলা আ’লীগ সভাপতির উপস্থিতিতে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান সাংসদ ওমর ফারুক চৌধুরী। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, আ’লীগের অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন প্রমুখ।
এরআগে উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়। শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহন করেন, তানোর পাইলট উচ্চ বিদ্যালয় ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়।
শুধু উপজেলা সদরে নয়, পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস উদযাপিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজকের তানোর