সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৮ am
বাগমারা প্রতিনিধি :
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর চাকরি থেকে ইস্তফা দিয়ে মেয়র পদে নির্বাচন করছেন কামাল হোসেন (৩০) নামের এক যুবক। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্য তিনজন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছোটবেলার ইচ্ছা পূরণের জন্য তিনি নির্বাচন করছেন বলে জানিয়েছেন। তাঁর মেয়র প্রার্থী হওয়া নিয়ে এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যতসংখ্যক ভোটারদের সমর্থন প্রয়োজন, এর সঠিক প্রমাণসহ কামাল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কামাল হোসেন ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে নিয়োগ পেয়ে কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। বিদ্যালয়ের পাশেই তাঁর বাড়ি। এবারের পৌর নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালান। ঈদের শুভেচ্ছা জানিয়ে এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফেস্টুনও টাঙিয়েছিলেন। তবে স্থানীয় লোকজনের ধারণা ছিল তাঁর দৌড় ওই পর্যন্তই। তবে কামাল হোসেন থেমে যাননি।
ছোটবেলা থেকে জনসেবা করার ইচ্ছা। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি একটি শিশুসদন, বৃদ্ধাশ্রম স্থাপন ও পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগ নেবেন।