রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৩ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে কৃষক পর্যায়ে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (১৮ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ৩ টায় কামারগাঁ খাদ্য গুদামে চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, তানোর খাদ্য গুদামের এলএসডি ওয়াহিদুল ইসলাম, কামারগাঁ খাদ্য গুদামের এলএসডি রেজাউল ইসলাম। কামারগাঁ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহান, কামারগাঁ ইউপি আ’ লীগ সাধারণ সম্পাদক শফি কামাল মিন্টু প্রমুখ।
তানোর খাদ্য গুদাম ও কামারগাঁ খাদ্য গুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকা কেজি দরে আমন ধান ও চাল সংগ্রহ করা হবে। যে কোনো কৃষক কৃষি কার্ডসহ নির্দিষ্ট্য তাপমাত্রায় ধান গুদামে নিয়ে আসলে তা সংগ্রহ করবেন খাদ্য গুদাম কর্মকর্তারা। আজকের তানোর