সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৩ am
নিজস্ব প্রতিবেদক : নির্মাণ সামগ্রীর ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী পাউবোর রাজশাহী কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে পাউবো ঠিকাদার সমিতির উত্তর-পশ্চিমাঞ্চল জোন কমিটি।
মানববন্ধন থেকে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর চলমান অগ্রগতি বজায় রাখার স্বার্থে বাজারদর অনুযায়ী নির্মাণসামগ্রীর মূল্য সমন্বয় করার দাবি জানানো হয়। পরে একই দাবি সম্বলিত স্মারকলিপি পাউবো উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর মাধ্যমে মহাপরিচালক বরাবার প্রদান করা হয়।
পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাজা তারেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলার সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, পাউবো ঠিকাদার সমিতির উপদেষ্টা তপন কুমার সেন, আতিকুর রহমান মন্টু, জিয়াউদ্দিন আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ পাউবো ঠিকাদার সমিতি নেতা সাইফুল ইসলাম রাজু।
এছাড়াও নাটোরের ঠিকাদার মোল্লা সারোয়ার হোসেন মুক্তা, মাসুদ রানা শাহীন, নওগাঁ ঠিকাদার সমিতির নেতা সাজেদুল আলম লাল্টু, রাজশাহী চেম্বারের পরিচালক হাবিবুল্লাহ ডলার, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক গোলাম নবী রনি ও জোবয়েদ হোসেন জিতু।