সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২২ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি ৫ লিটার তেলের দাম বিক্রি হচ্ছে ৭১০-৭১৫ টাকা দামে। যা গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা বেশি। শুক্রবার রাজশাহীর সাহেব বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মত এ সপ্তাহে ও সকল প্রকারের কাচা সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা বেশি দামে।
এ সপ্তাহে ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, পটল ৩৫ টাকা, পাতাকপি ৩০ টাকা, পিয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা, মরিচ ১০০ টাকা যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে,গাজর ১২০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৯০ টাকা, বেগুন ৫৫ টাকা, করলা ৮০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি।
রাজশাহী সাহেব বাজারের মুদি ব্যবসায়ী লিটন জানায়, মুদিপন্যের দাম গত সপ্তাহের মত এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র সয়াবিন তেল লিটারে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এ সপ্তাহে বড় ইলিশ বিক্রি ১০০০ টাকা কেজি যা গত সপ্তাহের তুলনায় ১৫০-২০০ কেজিতে কম। ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি।
এ সপ্তাহে মাছের বাজারে তেমন কোন পরিবর্তন লক্ষ করা যায়নি। রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, মিরকা ১৬০ টাকা, পাঙ্গাস ১১০-১২০ টাকা। এ সপ্তাহে নদীর মাছের দামের ও তেমন কোন পরিবর্তন দেখা মেলেনি।
চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি যা গত গত সপ্তাহের তুলনায় ১০০ টাকা কম। পাবদা ৪০০ টাকা এবং বাঁশপাতা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। এছাড়াও অন্যান্য মাছের দাম স্থিতিশীল রয়েছে। আজকের তানোর