সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪১ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
নগরীতে বোনের সঙ্গে ঝগড়া, দুলাভাইয়ের দাঁত ভেঙে দিলেন শ্যালিকা

নগরীতে বোনের সঙ্গে ঝগড়া, দুলাভাইয়ের দাঁত ভেঙে দিলেন শ্যালিকা

রাজশাহীতে বোনের সঙ্গে ঝগড়া করায় লোহার চোঙার আঘাতে মো. আব্দুল্লাহ নামে এক ব্যক্তির তিনটি দাঁত ভেঙে দিয়েছেন শ্যালিকা। শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে শিরোইল কলোনির হাজরা পুকুর এলাকায় ঘটনাটি ঘটে। যদিও ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয় বলে জানা গেছে।এ বিষয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী মো. আব্দুল্লাহ বলেন, আমার বাড়িতে বেড়াতে এসে আমার শালিই চোঙা দিয়ে আমার মুখে আঘাত করে তিনটি দাঁত ফেলে দিয়েছে।

আব্দুল্লাহর ভাষ্য, শুধু তার বোনকে (আব্দুল্লাহর স্ত্রী) বলেছিলাম- তোমার বোন মোবাইল ফোনে কার সঙ্গে এতো চাপাবাজি করছে, সে তো কোনোদিন স্কুলেই যায়নি। কিন্তু ফোনে বলছে আমি ম্যাট্রিক পাস এবার ইন্টারে পড়ছি। এ কথা বলায় আমার স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়া হয়। এর মধ্যেই হঠাৎ চুলার পাশে পড়ে থাকা একটি লোহার চোঙা দিয়ে আমার চোয়ালের ওপর আঘাত করে। ওই আঘাতেই আমার নিচের তিনটি দাঁত খুলে পড়ে যায়।

তিনি আরও বলেন, আমি রাজশাহী মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হই। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, থানার ওসি ও আমার ছেলেদের অনুরোধের কারণে তাকে মাফ করে দিই।

অভিযুক্ত শ্যালিকা বলেন, দুলাভাই বোনকে প্রায় নির্যাতন করেন। সেদিনও আমার বোনের সঙ্গে আমার সামনে ঝগড়া শুরু করে। এ সময় বোনকে মারতে চেয়েছিল। তাই আমি প্রতিবাদ করতে গিয়ে তাকে লোহার চোঙা দিয়ে মেরেছিলাম। তবে ওই ঘটনার মীমাংসা করে দিয়েছে পুলিশ ও কাউন্সিলর।

এ বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, কিছুদিন আগে এ ধরনের একটি পারিবারিক ঘটনা ঘটেছিল। তবে সেটি স্থানীয়ভাবে আমার কাউন্সিলর চেম্বারে বসে মীমাংসা করে দিই। পরে নতুন করে কিছু হয়েছে কি না জানি না।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান হোসেন বলেন, ঘটনার পর থানায় একজন অভিযোগ দেন। এটির তদন্তভার উপ-পরিদর্শক (এসআই) পলাশকে দেওয়া হয়েছিল। তবে স্থানীয়ভাবে তারা বিষয়টির নিষ্পত্তি করে নেওয়ার কারণে ভুক্তভোগী মামলাও করেননি, আমরাও এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নিইনি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.