শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৩ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিরিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সগ সভাপতি মরিয়র বেগম, ভাইস চেয়ারম্যার আসাদুজ্জামান আসাদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাসুপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন যুবলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। আজকের তানোর