রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৩ am
নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে জাতীয় চার নেতার খুনি মোস্তাকদের বিচার বাংলার মাটিতে করতে হবে। এছাড়া খুনের অন্তরালের কুশীলবদের জনসমক্ষে আনার জন্য কমিশন গঠন করা উচিত। বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিহত করতে হবে স্বাধীনতা বিরোধী শক্তিকে। সেজন্য মহান ব্যক্তিদের নিয়ে আয়োজিত কর্মসূতিতে সম্পৃক্ত করতে হবে তরুণদের।
আজ (৩ নভেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউপির দরগাডাঙ্গা নামক হাইস্কুল মাঠ চত্বরে জেলহত্যা দিবসের আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুসহ জাতীয় নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের সহসভাপতি শরিফ খাঁন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আ’লীগ নেতা আবুল বাসার সুজন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ। এসময় সভা পরিচালনা করেন তানোর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জিল্লুর মাস্টার।
এতে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত কলমা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। সভা শেষে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গিকার করেন উপস্থিত ভোটাররা। আজকের তানোর