রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১০ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
মহিলা উন্নয়ন সংস্থার বিরুদ্ধে দেনমোহরের টাকা আত্মসাতে অভিযোগ

মহিলা উন্নয়ন সংস্থার বিরুদ্ধে দেনমোহরের টাকা আত্মসাতে অভিযোগ

ডেস্ক রির্পোট : রাজশাহীতে ‘নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এক নারীর দেনমোহরের ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই নারীর সাবেক স্বামী কয়েক দফায় টাকাগুলো পরিশোধ করলেও ওই সংস্থাটি কোনো পক্ষকেই টাকা দেয়নি।

নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা জয়পুরহাট মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন পাওয়া একটি সংস্থা। এটির নিবন্ধন নম্বর–জেমবিককা: মবিঅ/জয়ঃ ৪৬ / ২০০৫। নিয়ম অনুযায়ী জয়পুরহাটের বাইরে সংস্থাটি কোনো কার্যক্রম চালাতে পারবে না। অথচ বেশ কয়েক বছর ধরে রাজশাহীর খড়খড়ি এলাকায় সংস্থাটি দিব্যি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটির নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা নামের এক নারী। তাঁর বিরুদ্ধেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর গ্রামের আকবর আলী নামের এক ব্যক্তির প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সখিনা বেগম নামের এক নারীকে বিয়ে করেছিলেন। এক বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় সখিনা তাঁর স্বামীকে তালাক দেন। এরপর দেনমোহরের টাকা আদায়ে নবদিগন্ত সখিনা মহিলা উন্নয়ন সংস্থায় অভিযোগ করেন। এরপর ওই সংস্থায় আপস হয় যে, আকবর আলী চার কিস্তিতে দেনমোহরের ৪৯ হাজার ও খোরপোষের ৯ হাজার মিলে মোট ৫৮ হাজার টাকা দেবেন। তারপর ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে ২০১৮ সালের ২৫ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে আকবর আলী চার কিস্তিতে ৫৬ হাজার টাকা দেন। নবদিগন্তের নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা নিজে সই করে ওই টাকা নেন।

আজ মঙ্গলবার সকালে সখিনা বেগম বলেন, ‘রাজিয়া সুলতানা আমাকে কম টাকা দিচ্ছিলেন। সে কারণে আমি টাকা নিইনি। দেনমোহরের টাকা আমি কম নেব কেন?’

এ দিকে সখিনা বেগম টাকা না নেওয়ায় ২০১৯ সালের ১৫ জানুয়ারি সংস্থাটি একজন আইনজীবীর মাধ্যমে আকবর আলীকে লিগ্যাল নোটিশ দিয়ে জানায়, সখিনা টাকা নেবেন না। আকবর আলী যেন তাঁর জমা দেওয়া টাকা ফেরত নিয়ে যান। এরপর আকবর আলী টাকার জন্য তিন বছর ধরে ঘুরলেও তাঁকে টাকা ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগী আকবর আলী বলেন, ‘আমি গরিব হতে পারি, মিথ্যা কথার ভেতরে নাই। দুটি এনজিও থেকে ঋণ তুলে এবং ভাইদের কাছ থেকে ধার করে নবদিগন্তে ৫৬ হাজার টাকা দিয়েছি। এখন টাকা চাইলে রাজিয়া সুলতানা ফেরত দেন না।’ তিনি বলেন, ‘যেভাবে পারেন, আদায় করে নিয়েন। তাই এখন আমি থানায় একটি অভিযোগ করব।’

যোগাযোগ করা হলে রাজিয়া সুলতানা দাবি করেন, ‘তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। সেই ডকুমেন্টও তাঁর কাছে আছে। ডকুমেন্ট দেখতে চাইলে তিনি বলেন, ‘আমার অফিসের ডকুমেন্ট আমি অন্য কাউকে দেখাব না।’

রাজশাহী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক শবনম শিরিন জানান, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা নামে কোনো সংস্থা রাজশাহীতে কোনো কার্যক্রম চালাচ্ছে কি না তা তাঁর জানা নেই। সংস্থাটির নিবন্ধন নম্বর দেখে তিনি জানান, এটি জয়পুরহাট থেকে নিবন্ধন নেওয়া। জয়পুরহাটের বাইরে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। ভুক্তভোগী আকবর তাঁর কাছে গেলে তিনি ব্যবস্থা নেবেন।

জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপপরিচালক সাবিনা সুলতানা জানান, নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা তাঁর কার্যালয় থেকে নিবন্ধন পাওয়া। তবে সংস্থাটি রাজশাহীতে কার্যক্রম চালাচ্ছে সেটি তিনিও জানেন না। তিনি এ বিষয়ে রাজিয়া সুলতানার সঙ্গে কথা বলবেন। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.