রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৫ am
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়ে বেশ সাড়া ফেলেছে স্থানীয় একটি এনজিও। সংস্থাটি বলছে, এ পদ্ধতিতে শুধু পরিবেশ বান্ধব বাড়িই নয়, বানানো হচ্ছে অন্যান্য স্থাপনাও।
ইটের বদলে দেয়াল তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে সারি সারি প্লাস্টিকের বোতল। মূলত প্লাস্টিকের বোতলে বালি ভরে তৈরি করা হয় পরিবেশবান্ধব ইট। পরে এগুলো সিমেন্টের মাধ্যমে গাথা হয়। যা দিয়ে সহজেই ৪২ বর্গমিটারের একটি বাড়ি তৈরি করা সম্ভব বলে দাবি দক্ষিণ আফ্রিকার ওই এনজিওটির একজন স্বেচ্ছাসেবী শ্যারন সিবান্দার। তিনি বলছেন, বোতল দিয়ে তৈরি এসব বাড়ি সাধারণ ইটের মতোই মজবুত।
খেনসানি কালেকশন নামের একটি সংস্থার পরিচালক দিয়ানা মুসারার উদ্যোগে চলছে নির্মাণ কাজ। তারা কয়েকটি বাড়ি বানানোর জন্য সাড়ে ৩ টন প্লাস্টিক সংগ্রহ করেছেন। তিনি বলেণ, এসব প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ। আশা করছি এর জনপ্রিয়তা বাড়লে কমে আসবে প্লাস্টিক বর্জ্য।
পরিবেশ থেকে ক্ষতিকর প্লাস্টিক দূষণ কমাতে দ্রুতই অন্যান্য দেশেও পরিবেশবান্ধব এই পদ্ধতি জনপ্রিয় হবে বলে আশা করছেন সংস্থাটির অন্যান্য উদ্যোক্তারাও। সূত্র : অনলাইন