রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৯ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তানোর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আজ রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু।
এসময় তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বোয়ালিয়া থানার ওসির সামনেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান ১ নম্বর সহসভাপতি আশরাফুল ইসলাম রন্জু।
দোষীদের শাস্তির দাবী জানিয়ে এতে আরো বক্তব্য রাখেন, তানোর প্রেসক্লাবের সহসভাপতি ইমরান হোসাইন, আশরাফুল আলম, লুৎফর রহমান ও মমুনুর রশিদ মামুন।
অপসাংবাদিকতা রুখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, তানোর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু ও মাহাবুব জুয়েল।
পুলিশের সামনে মুল ধারার সাংবাদিকদের উপর হামলা চালানো অপসাংবাদিকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্ত্য রাখেন, তানোর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সোহেল রানা। এছাড়াও তানোর প্রেসক্লাবের সদস্য আব্দুল মান্নান, এম রায়হান আলী ও অফিস সহকারী সেতাউর রহমান প্রমুখ।