সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৫ am
নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।শনিবার সকালে ‘মুজিববর্ষের পুলিশ নীতি-জনসেবা আর সম্প্রীতি’ প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী কলেজের বঙ্গবন্ধু মঞ্চে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এরপর তিনি শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন। অনুষ্ঠানে দুস্থসহ আমন্ত্রন করা হয় তৃতীয় লিঙ্গের মানুষকে ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী হিন্দু , বৌদ্ধ ও খৃস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী শ্যামল কুমার ঘোষ, মোঃ আজিজুল আলম বেন্টু ,সভাপতি কমিউনিটি পুলিশিং রাজপাড়া থানা ও সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী , রাজশাহী মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি অলোক কুমার দাস , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার ডাঃ মােঃ আব্দুল মান্নান (রাজশাহী মহানগর ইউনিট ), তপন কুমার সেন , ট্রাস্টি, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৃহত্তর রাজশাহী , প্রফেসর মোঃ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ , রাজশাহী কলেজ , প্রফেসর মোঃ হাসিবুল আলম প্রধান সভাপতি, আইন বিভাগ, রাঃ বিঃ, মোঃ আব্দুল খালেক,অধ্যক্ষ , রাজশাহী কলেজ, মোঃ ডাবলু সরকার, সাধারণ সম্পাদক , রাজশাহী মহানগর আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ , জনাব মোঃ মজিদ আলী, বিপিএম,অতিরিক্ত পুলিশ কমিশনার ,(ক্রাইম এন্ড অপারেশন), আরএমপি, সভাপতি জনাব মোঃ সুজায়েত ইসলাম ,অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন), আরএমপি। পরে রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বারটি থানার কমিউনিটি পুলিশ প্রতিনিধি ও সদস্যরা যোগ দেন।
সভায় বক্তারা বলেন,‘পুলিশই জনতা-জনতাই পুলিশ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশিং। আজকের তানোর