শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৫৮ pm

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ
তানোরে ৭ ইউপিতে ২৮ জন বৈধ চেয়ারম্যানপ্রার্থীকে প্রতীক বরাদ্দ

তানোরে ৭ ইউপিতে ২৮ জন বৈধ চেয়ারম্যানপ্রার্থীকে প্রতীক বরাদ্দ

আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ২৮ জনকে বৈধ প্রার্থী হিসেবে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ (২৭ অক্টোবর) উপজেলা রিটার্নিং অফিসার প্রত্যেক প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ দেন। এদের মধ্যে আ’লীগ মনোনীত ৬ জনকে নৌকা আর বিএনপি ও আ’লীগের বিদ্রোহী ২১ জন স্বতন্ত্র প্রার্থীকে নিজ পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়। তবে, সরনজাই ইউপিতে ঋণ খেলাপির দায়ে আ’লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের প্রার্থীতা বাতিল করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপিতে নৌকা প্রতীকের আ’লীগ মনোনীত বৈধ চেয়ারম্যানপ্রার্থী ঘোষনা করা হয়েছে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। কিন্তু এখানে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি খাদেকুন্নবী বাবু চৌধুরী বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন। তবে, এই ইউনিয়নে বিএনপি থেকে কোন প্রার্থী না থাকলেও আরও দু’জন বৈধ স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন। এরমধ্যে একজন সাবেক চেয়ারম্যান পুত্র বিশিষ্ট সমাজসেবক পিকে এম মোজাহার-উল-ইসলাম ও গোলাপ হোসেন।

অপরদিকে, বাধাঁইড় ইউপিতে চেয়ারম্যানপদে নৌকা প্রতীকের বৈধ প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আ’লীগের লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তবে, এই ইউনিয়নে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও বিএনপি থেকে রয়েছেন দুইজন। এরা হলেন- বাধাঁইড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি স্বতন্ত্রপ্রার্থী চেয়ারম্যান কামরুজ্জামান হেনা ও বর্তমান বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।

এছাড়া পাঁচন্দর ইউপিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের বৈধ প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। তবে, এখানে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বৈধ চেয়ারম্যানপ্রার্থী রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান মমিনুল হক মমিন। কিন্তু, এই ইউপিতে উপজেলা আ’লীগ সভাপতি গোলাম রাব্বানীর সহোদর ভাই শরিফুল ইসলাম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন।

কিন্তু সরনজাই ইউপিতে আ’লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ঋণ খেলাপির দায়ে তাঁর প্রার্থীতা বাতিল করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে, এখানে আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন আবু সাইদ। এছাড়া বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বৈধ প্রার্থী রয়েছেন।

উপজেলার তালন্দ ইউপিতে আ’লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম। তবে, এখানে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বৈধ চেয়ারম্যানপ্রার্থী রয়েছেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু। কিন্তু এখানে চারদলীয় ঐক্যজোট থেকে জামায়াত নেতা আক্কাছ আলী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে চশমা প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন।

কামারগাঁ ইউপিতে উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোসলেম উদ্দিন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মটোরসাইকেল প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন। কিন্তু এখানে আ’লীগ মনোনীত নতুন মুখ অত্র ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলে রাব্বী ফরাদও বৈধ প্রার্থী। তবে, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও উপজেলা যুবদলের অন্যতম সদস্য আলমগীর হোসেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বৈধ প্রার্থী রয়েছেন।
চাঁন্দুড়িয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান নৌকা প্রতীকে বৈধ প্রার্থী। এদিকে, বেশ কয়েক বছর ধরে চাঁন্দুড়িয়া ইউপিতে চেয়ারম্যানপদে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন রাজশাহী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এছাড়াও অত্র ইউপিতে থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাফিজ উদ্দিনের পুত্র যুবদল নেতা মাহফুজুর রহমান রিমনও বৈধ প্রার্থী রয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিঃ) গোলাম মোস্তফা জানান, সুষ্ঠ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। তিনি আরো জানান, পুরো উপজেলার ৭টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যপদে ৬৯ জন ও সাধারণ সদস্যপদে ২৫২ জন প্রার্থী বৈধ প্রার্থী রয়েছে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.