নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.শহিদুজ্জামান শহিদের নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আজ (২৬ জানুয়ারি) মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পৌরসভার হরিদাগাছি ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সভায় দুর্বৃত্তরা ৩টি ককটেল বিস্ফোরণ করেন।
স্থানীয় সূত্র জানায়, নৌকা প্রতীকের নির্বাচনী সভায় প্রার্থী শহিদুজ্জামান শহিদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম বক্তব্য শুরু করার ২ মিনিটের মাথায় নির্বাচনী সভার মঞ্চের পেছনে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ বিষয় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো.শহিদুজ্জামান বলেন, আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করায় আমি এর তীব্র নিন্দা জানাই। জামায়াত বিএনপির প্রার্থীর নিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের তানোর