রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৮ am
নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই মোহনপুর উপজেলা শাখার উদ্যেগে বেলা ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত প্রথমে মোহনপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে মোহনপুর থানা গেট প্রদক্ষিন ও পরে কেশরহাট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে কেশরহাট ব্রীজঘাট প্রদক্ষিণ ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।
মোহনপুর উপজেলা পরিষদ চত্বরের পথসভায় নিরাপদ সড়ক চাই মোহনপুর শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বতে “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” গতিসীমা মেনে চলি, সড়ক দূূর্ঘটনা রোধ করি, স্লোগানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানা কর্মকর্তা ওসি মো.তৌহিদুর রহমান, বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, কেশরহাট পৌরসভা কাউন্সিলর সাবের আলী, কাউন্সিলর বাবুল আকতার, নিরাপদ সড়ক চাই মোহনপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসাইন, দুর্ঘটনা পর্যবেক্ষন ও গবেষনা সদস্য আতাউর রহমান, ক্রীড়া ধারাভাষ্যকার ও অর্গানাইজড সেক্রেটারি এশারুল ইসলামসহ বাকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কেশরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক চাই মোহনপুর শাখার সদস্যবৃন্দ।
পথ সভায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ওসি তদন্ত মো. তৌহিদুর, রহমান ও নিরাপদ সড়ক চাই মোহনপুর সভাপতি মিজানুর রহমান। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার মূল কারণ তিনটি। এগুলো হলো ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড। এ ছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনা ঘটে।
এ পাঁচটি বিষয় রোধ করা গেলে দুর্ঘটনা কমে যাবে। পাশাপাশি দুর্ঘটনা রোধে মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষ সচেতন হলেও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও আরও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা। আজকের তানোর