সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৯ am
নিজস্ব প্রতিবেদক : রোববার বিকাল ৪ টায় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব সঞ্জীব কুমার ভাট্টির সাথে সৌজন্য সাক্ষাত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোাসাদ্দিক।
সে সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ ও প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মো. সিরাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে সঞ্জিব কুমার ভাট্টির হাতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন প্রফেসর ড. আশিক মোাসাদ্দিক। সঞ্জিব কুমার ভাট্টি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন।
যেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহজে পড়াশুনা এবং ক্রেডিট ট্রান্সফারের সুয়োগ পায়।
তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভারতীয় কর্নার স্থাপন করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন এবং নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের আশা প্রকাশ করেন। আজকের তানোর