রবিবর, ০৮ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:১০ am

সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেশা : খায়রুল আলম রফিক হাসিনাকে চুপ থাকতে বলায় ড. ইউনূসের প্রতি নারাজ মোদি? জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার বাগমারায় অবিষ্ফোরিত ককটেলসহ দুই বস্তা অস্ত্র উদ্ধার আরএমপি’র নতুন পুলিশ কমিশনার আবু সুফিয়ান নিয়ামতপুরে জমি ও বাড়ি দখলের অভিযোগ রামেবির ভিসির দায়িত্ব ক্ষমতাচ্যুত আ.লীগের দোসরকে নিয়োগ না দেওয়ার দাবি রামেবির নার্সিং শিক্ষার্থীদের ‘প্রতীকি পরীক্ষা ও বিষপান অসুস্থ শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্র্বতীকালীন সরকার: ধর্ম উপদেষ্টা বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ জাতিসংঘে ড. ইউনূসের সফরসঙ্গী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৭ সদস্যের প্রতিনিধি দল জাতির ক্রাইসিস চলছে, এজন্য নির্বাচন দেরিতে চাইছে জামায়াত জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে রাজশাহীতে প্রতিবাদী মানববন্ধন বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে ভারতকে আহমদ শফী আশরাফী’র নিন্দা তানোরে বিএনপি নেতার মামলায় আ.লীগের দুই ইউপি চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার বাগমারায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার নিহত নগরীতে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ মোহনপুরে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
ঘুষের অভিযোগে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

ঘুষের অভিযোগে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

আজকের তানোর ডেস্ক : রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ কারণে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলী খাজা এমএ মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অবৈধ আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেন ইউএনও শরিফ আহম্মেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বাগমারায় গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। এরই মধ্যে প্রায় সাড়ে তিন শতাধিক ব্যক্তির যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। অভিযোগ উঠেছে, নতুনভাবে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে।

আবার টাকা না দিলে যাচাই-বাছাই কার্যক্রমে তালিকা থেকে বাদ দেয়ারও হুমকি দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকে টাকা দিচ্ছেন। বিষয়টি অনেকে মেনে নিতে পারেননি। তাই সভাপতির ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে মৌখিকভাবে অভিযোগ করেন তারা। পরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ব্যাপারে কথা বলতে যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী খাজা এমএ মজিদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ইউএনও শরিফ আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামীতে আবারও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে।

সূত্র : যুগান্তর।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.