রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:১০ am
ক্রীড়া ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল ঘোষণাও শেষ। তবে বিশ্বকাপের বিভিন্ন দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ভারতীয় দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। এবার পাকিস্তান দল নিয়ে কথা বললেন দেশটির সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বিশ্বকাপে পাকিস্তান দল তার পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক।
আফ্রিদির ধারণা, বিশ্বকাপ টুর্নামেন্টের আগে দলে পরিবর্তন আসতে পারে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই একের পর এক সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমর্থক থেকে শুরু করে সাবেক কোচ-খেলোয়াড়রাও প্রশ্ন তুলছেন পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে।
সেই সমালোচনায় যোগ দিলেন এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। বিশ্বকাপের জন্য ঘোষিত দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন রয়েছে আফ্রিদির। তবে কোন খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি তিনি। বিশ্বকাপের আগে দলে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান দলে রাখা হয়নি শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের মতো অভিজ্ঞদের। উল্টো আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে লড়াই করে যাচ্ছেন এমন কিছু ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন বলে মানতে পারছেন না আফ্রিদি।
ক্রিকেট পাকিস্তানকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ’এখনো দলে পরিবর্তনের সুযোগ আছে। আমি দল নির্বাচন নিয়ে বিস্মিত। দুই-তিনজন ক্রিকেটারের অন্তর্ভুক্তির কারণ খুঁজে পাচ্ছি না। কয়েকটি নাম কিভাবে দল থেকে বাদ গেল, বুঝতে পারছি না।’
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘বিশ্বকাপ দল দেখে আমি অবাক। স্কোয়াডে ২-৩ জন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি একদমই বুঝতে পারছি না আমি। আমি এটাও বুঝতে পারছি না, কীভাবে কয়েকজন খেলোয়াড়কে বাইরে রাখা হলো।’
গেল ১০ সেপ্টেম্বর ছিল বিশ্বকাপের দল ঘোষণা শেষ দিন। বিশেষ পরিস্থিতি বিবেচনায় ১০ অক্টোবর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে যেকোনো দল। সেই সুযোগ কাজে লাগিয়ে আফ্রিদির কথামতো পাকিস্তান দলে কোন পরিবর্তন আনে কিনা সেটাই এখন দেখার বিষয়।