বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০৮:০৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মেসে অবস্থান করতে টাকা না দিতে হলেও কিছু কাগজপত্র আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমানের বরাত দিয়ে নির্দেশনায় বলা হয়েছে, মেসে কোনো ভর্তি পরীক্ষার্থীকে থাকতে হলে অবশ্যই মেস কর্তৃপক্ষকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, তার অপর পৃষ্ঠায় নিজের আর অভিভাবকের ফোন নম্বর লিখে জমা দিতে হবে। এর পাশাপাশি জন্মসনদের ফটোকপি দিতে হবে।
অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মেসে রাত্রিযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে হবে। রাজশাহী মহানগর মেস মালিক সমিতির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে, পুলিশ ফাঁড়ির পাশে সার্বক্ষণিক একটি বুথ থাকবে। সেখানে গিয়ে ভর্তি পরীক্ষার্থীরা রাত্রিযাপনসহ যে কোনো বিষয়ের তথ্য পাবেন।
রাজশাহীর মেস মালিকরা জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মেসে থাকা বাবদ প্রতিবছর টাকা নিলেও এবার এক টাকাও নেবেন না তারা।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানান মেস মালিকরা। প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে আজকের তানোর ফেসবুক পেজে লাইক দিন।