রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৮ am
আন্তর্জাতিক ডেস্ক : চীনের ফুজিয়ান প্রদেশের প্রাইমারি স্কুল খোলার পর থেকেই দেখা দিয়েছে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি। একজন শিক্ষার্থীর বাবা যিনি গত সপ্তাহে কোভিডে পজেটিভ শনাক্ত হয়েছিলেন, তার মাধ্যমেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চারদিনে একশোর বেশি মানুষ কোভিডে আক্রান্ত হবার পর সকল শিক্ষক ও শিক্ষার্থীকে এক সপ্তাহের মধ্যে কোভিড টেস্টের আওতায় আনার ঘোষণা দিয়েছে ফুজিয়ান কর্তৃপক্ষ। এছাড়া আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।
ভয়াবহতায় উহানের পরেই ছিল নানজিং সংক্রমণ, যার মাত্রা কমে যাওয়ার কেবল মাসখানেক পরেই শুরু হলো ফুজিয়ানের এই নতুন ঢেউ। এর মধ্যে সংক্রমণ ছড়াতে শুরু করেছে ফুজিয়ানের পুতিয়ান শহরেও, যেখানে বসবাস প্রায় ৩০ লাখ মানুষের।
উহান ও নানজিংয়ের মতো পুতিয়ান শহরও ভুগতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। বলা হয়েছে, সংক্রমণ ছড়ানো রোধ করতে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল। এছাড়া পুতিয়ান থেকে অন্যত্র কেউ যেতে চাইলে তাকে দেখাতে হবে কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট।
সূত্র : অনলাইন