রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪২ am
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মাছ নিধন বা মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ চাষি শিমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। বুধবার ভোররাতে উপজেলার ভালুকগাছি-মোহনপুর গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
ভালুকগাছি-মোহনপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুল হাসান মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে কে বা কারা শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে আমি শুনেছি। তবে তাকে থানা পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে।
মাছ চাষি শিমুল ইসলাম বলেন, আমার বাড়ি পাশের সিংড়া গ্রামে। এখানে তিন বছর থেকে আমি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। এ বছর বিক্রির উপযুক্ত প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। এ বিষয়ে আব্দুল মান্নানকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর