সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:১৯ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর গোোদাগাড়ীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৩ সেপ্টেম্বর) সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘আস্ক ইয়র লোকাল পুলিশ’ নামক শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান। উপস্থিত কর্মশালায় প্রধান আলোচকের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম । এতে স্বাগত বক্তব্য দেন এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল।এসময় কর্মশালার সঞ্চালক মুনিরা পারভীন উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
কর্মশালায় উপস্থিত ছিলেন, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর নজরুল ইসলাম, গোদাগাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ এমকেপির প্রজেক্ট ম্যানেজার মনিরা পারভীন ও উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম। এছাড়া এসআই আলিয়া খাতুন ও এসআই সাইমুম। কমিউনিটি পুলিশিং সদস্য, ছাত্র, শিক্ষক ও ইউপি মেম্বারসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।
কর্মশালা সম্পর্কে সার্কেল এএসপি আরও বলেন, কর্মশালাটি বাস্তবায়নের মধ্য দিয়ে পুলিশ ও জনগনের মধ্যে দূরত্ব কমে আসবে। নাগরিকদের মধ্যে পুলিশি ভীতি দূর হবে। পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়বে ও একটি বন্ধুত্বপূর্ণ সম্পক তৈরি হবে। যার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জন হবে।
পরে কর্মশালায় এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল উপস্থিত অতিথিদের নিকট এশিয়া ফাউন্ডেশন ও পিস প্রকল্পের উপর প্রাথমিক ধারণা দেন। তিনি বলেন, এমকেপিকে সাথে নিয়ে এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পটি রাজশাহী এলাকায় বাস্তবায়ন। আজকের তানোর