শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৯ pm
নিজস্ব প্রতিবেদক, পবা : রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবা উপজেলা আওয়ামী লীগ সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে পবা উপজেলা পরিষদের উপনির্বাচন। এই উপনির্বাচনে যারা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি তাদেরকে আগামী ২৫ জানুয়ারী সোমবার সকাল ১০টার মধ্যে আবেদন আহবান করা হয়েছে। এতে সম্ভাব্য প্রার্থীদের পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট ২ কপি ছবি, ২ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জীবনবৃতান্তসহ নির্ধারিত সময়ের মধ্যে দলীয় মনোনয়নের জন্য আবেদন করতে হবে।
উল্লেখ্য, তফসিল মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল ৩ ফেব্রুয়ারী, মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারী। আজকের তানোর