বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৩ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে বাজারের ব্যাগে কোটি টাকার হেরোইনসহ মো. সোহেল উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে তানোরের দেবীপুর মোড়েরর ফার্মেসির সামনে থেকে হাতেনাতে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী সোহেল উদ্দিন জেলার বাগমারা উপজেলার বাগমারা মাড়িয়া গ্রামের মো. সামসুল আলমের ছেলে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর মো. নাজমুস সাকিব।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তানোরের দেবীপুর মোড়ের সিদ্দিক ফার্মেসির সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদকসহ অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের একটি টিম। আটক সোহেলের দেহ ও একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। এসময় বাজারের ব্যাগ থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
মেজর মো. নাজমুস সাকিব বলেন, আটক সোহেলের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজকের তানোর