বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেপ্তার ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম
পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, দামেও খুব কম

পেট্রোল ছাড়াই চলবে হিরোর নতুন বাইক, দামেও খুব কম

ডেস্ক রির্পোট : পুজো’র সময় শহরাঞ্চলের নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর।এ বার দেশের বৃ’হত্তম টু হুইলার কম্পানি Hero নিয়ে আ’সছে E-Bike।এই গাড়িপ্র’স্তুতকারী সংস্থা তাদের,

সিটি স্পিড পোর্টফোলিওতে E-Bike-এর তিনটি মডেল লঞ্চ করছে। যার দাম শুরু ৫৭,৫৬০ টাকা থেকে।সিটি স্পিড পোর্টফোলিওতে বাজারে আগে থেকেই রয়েছে ইলেকট্রিক স্কুটার।

এই ইলেকট্রিক স্কুটারের মডেলগু’লি হল Optima-hx, Nyx-hx ও Photon-hx। এ বার একই পোর্টফোলিওতেই তিনটি E-Bike লঞ্চ করছে Hero Electric।এ বি’ষয়ে Hero Electric India-র CEO,

সোহিন্দর গিল জানিয়েছেন, বর্তমানে ই-বাইকের বাজারে একটা মেরুকরণ তৈরি হয়েছে।এ ক্ষেত্রে সাধারণত লো-স্পিড বাইকের দাম কম আর হাই স্পিড বাইকের দাম আবার খুব বেশি।

এইরকম একটা প্র’বণতার স’ঙ্গেই দীর্ঘ দিন ধ’রে অভ্যস্ত ক্রেতারা।বেশ কয়েক বছর মা’র্কেট রিসার্চের পর এ বার এই E-Bike বাজারে লঞ্চ করা হচ্ছে যা দাম ও পারফরম্যান্স দু’টি দিক থেকেই ক্রেতাদের চা’হিদা মে’টাতে সক্ষম।

অর্থাৎ স্বল্প ব্যাটারি খরচায় পর্যা’প্ত পিক-আপ দিতে সক্ষম হবে এই বাইক।আর গতি বজায় রেখে শহরের রাস্তা-ঘাট, অলি-গলিতে ছুটে বেড়াবে।সাধ্যের মধ্যে দাম এবং ৭০-২০০ কিলোমিটারের কমফর্টেবল ড্রাইভিং রেঞ্জই এই গাড়ি কেনার অন্যতম কারণ ‘হতে পারে বলে মনে করছে প্র’স্তুতকারী সংস্থা।এই বাইক অযথা ব্যাটারির উপর খুব একটা চা’প ফে’লে না।

এর জে’রে তা দীর্ঘ দিন পর্যন্ত টেঁকসই থাকে। আর বাইকের পারফরম্যান্সও ঠিক থাকে। সংস্থার দা’বি,শহরাঞ্চলের নিত্যযাত্রীদের জন্য এই E-Bike বেস্ট অ’পশন। কারণ যে কোনও ধ’রনের রাস্তায় এই বাইক নিয়ে যাত্রা অনেকটাই সুবিধাজনক ও আরা’ম’দায়ক।প্রস্ততকারী সংস্থার তরফে জা’নানে হয়েছে, দেশের ২৫টি রাজ্য জুড়ে,

৫০০-রও বেশি Hero Electric ডিলার’শিপের কাছ থেকে পাওয়া যাব’ে নতুন এই E-Bike। এগু’লির দাম শুরু হবে ৫৭,৫৬০ টাকা থেকে। তবে প’রিস্থিতি বিশেষে দাম কমতেও পারে বলে জা’নাচ্ছে সংস্থা।তাই নজর রা খু’ন। নিকটবর্তী Hero Electric ডিলার’শিপের কাছে প্রয়োজনে খোঁ’জ নিন। আপনার রোজকার অফিস যাওয়া কিংবা ছোটখাটো কাজে যোগ্য স’ঙ্গী ‘হতে পারে এই বাইক। পকে’টে পোষালেই এই পুজোয় ঘরে তুলুন নতুন বাইক। সূত্র : লাইফস নিউজ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.