বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৭:০২ am
দুর্গাপুর প্রতিনিধি :
রাজশাহীর দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো ছিনতাইয়ের ঘটনায় চার জনকে আটক ও তাদের নিকট থেকে ছিনতাইকৃত অটো এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।জানাগেছে, ২১ জানু্য়ারি তাদের আটক করে দুর্গাপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি উপজেলার খিদ্র লক্ষীপুর এলাকার মিলন(২২) ও বাঁকি তিনজনের বাড়ি কাটাখালী এলাকায়।
উলেখ্য, দুর্গাপুর থানার শ্যামপুর এলাকার নামুদর খালী গামী পাকারাস্তার পার্শ্বে পানবরজে সামনে থেকে গত ৩ জানু্য়ারি সংঘটিত ব্যাটারি চালিত অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, তাদের নিকট থেকে ছিনতাইকৃত অটো এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত একজন আসামী বিজ্ঞ আদালতে স্বীকার উক্তি মুলক জবান বন্দী প্রদান করেছেন। পুলিশ সুপার, রাজশাহী স্যারের প্রত্যক্ষ তত্বাবধানে তদন্তকারী অফিসার এস আই জিলালুর রহমান এই উদ্ধার কাজে নেতৃত্ব দেন বলে জানান তিনি। আজকের তানোর