বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৭ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে কার্গোর ধাক্কায় পণ্যবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীর কালীদাসখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা মালামাল হারিয়ে যায় নদীতে।
জানা যায়, উপজেলার চকরাজাপুর বাজারের মুদি ব্যবসায়ী আহম্মেদ ও মোশাররফ হোসেন বাঘা সদর থেকে পণ্যসামগ্রী কিনে নৌকাযোগে পদ্মা নদীর কালীদাসখালী ঘাটে নিয়ে যাচ্ছিলেন। পরে নৌকাটি ঘাট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা একটি কার্গো নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গিয়ে নৌকায় থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২৭ বস্তা পণ্য পানিতে তলিয়ে যায়।
অপরদিকে এ ঘটনার স্থান থেকে ৫০০ মিটার পশ্চিমে কালীদাসখালী এলাকায় বালু উত্তোলনকৃত আরেকটি নৌকা ডুবে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে চকরাজাপুর বাজারের মুদি ব্যবসায়ী আহম্মেদ জানান, উপজেলা সদর থেকে দোকানের মালামাল কিনে নৌকাযোগে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় বালুবাহী কার্গো এসে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।
এ বিষয়ে নৌকার মাঝি শরিফুল ইসলাম জানান, তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই কার্গো এসে নৌকায় ধাক্কা দিয়েছে।
চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম জানান, পণ্যবাহী নৌকা ডুবে যাওয়ার বিষয়ে তিনি শুনেছেন। এতে কিছু মালামাল ও নৌকাটি উদ্ধার করা হয়েছে। আজকের তানোর