শুক্রবার, ০৪ অক্টোব ২০২৪, সময় : ০৪:৫৪ am
শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জেলা পরিষদের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে স্থিতি অবস্থা দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা পরিষদের জায়গা দখল ও স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ এনে রাজশাহী জেলা পরিষদের নির্বাচিত সদস্য গোলাম মোস্তফা হাইকোর্টে রিট পিটিশন করেন। শুনানি শেষে বিচারপতিরা এই আদেশ দেন।
সেই সঙ্গে আদালত উল্লেখ করেছেন, আইন মেনে জেলা পরিষদের মালিকানায় থাকা সার্ভে ইন্সটিটিউটের জায়গায় থাকা স্থাপনা অপসারণ, দখল ও ভাঙা হয়নি। বিবাদীপক্ষকে ওই জায়গায় আর কোনো স্থাপনা নির্মাণ না করতে রুল জারি করেন।
পাশাপাশি তাদের এই কার্যক্রম কোনো অবৈধ হবে না-তা জানতে চেয়ে মন্ত্রী পরিষদ সচিব, ভূমি সচিব, আইন সচিব, স্থানীয় সরকারের সিনিয়র সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, নগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে রুলনিশি জারি করেন। বাদীপক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবায়েদ হোসাইন।
অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবায়েদ হোসাইন জানান, বিবাদীদের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়েছে। এছাড়া বিববাদীপক্ষ ওই জায়গায় যাতে প্রবেশ না করে, সেজন্যও আদালত নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কথা বলে জেলা পরিষদের মালিকানায় থাকায় সার্ভে ইন্সটিটিউটের জায়গাটি দখলে নেয় সিটি করপোরেশন। সেখানে থাকা স্থাপনা ভেঙে ফেলে। এরপরই হাইকোর্টে রিট পিটিশন করে জেলা পরিষদ। আজকের তানোর