শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় করোনা (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ১শ’ পরিবারের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয়ের আয়োজনে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
এ লক্ষ্যে মঙ্গলবার ৩১ আগস্ট সকাল সাড়ে ৯টায় আশ্রয় নাচোল শাখায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর অর্থায়নে (কোভিড-১৯) প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেজ তুলে দেওয়া হয় । প্যাকেজের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আটা ,২ লিটার সয়াবিনতৈল।
আশ্রয় প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম উল্লাহ ও শফিকুল আলম, আশ্রয় জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন ও নওগাঁ মহাদেবপুর শাখার এজিএম নুরুল ইসলাম। আজকের তানোর