সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:২০ pm
সংবাদ ববিজ্ঞপ্তি :
দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহানায়ক সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির ইলিচ লেনিনের আদর্শকে ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর আহবান জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে লেনিনের ৯৭ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে এ আহবান জানানো হয়।
স্মরণ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বে যতদিন শোষণ-নিপীড়ন থাকবে ততদিন লেনিনের আবেদন থাকবেই। তার আদর্শকে ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে এবং জনকল্যাণমুখী কাজ করতে হবে। লেনিনের কর্মকৃতিই আমাদের আগামীর পথচলার পাথেয়। তরুণ প্রজন্মেরও উচিত এ বিশ্ব নেতার আদর্শ ধারণ করা। এছাড়া মহামতি লেনিনকে ধারণ করে সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনগণকে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।
রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা প্রমূখ। আজকের তানোর