রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪১ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুটি গ্রাম ও চারটি বনজ গাছ নিধন করা হয়েছে। এছাড়াও বাঁধ হুমকিতে ফেলে অবৈধ স্থাপণা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার কাঁমারগা ইউপি’র গাংহাটি এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য বকুল মেম্বার ও সমিতির সম্পাদকের মদদে (আর্থিক সুবিধা বিনিময়) গাংহাটি গ্রামের মৃত সুবোধ সাহার পুত্র পরেশ সাহা বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে ফেলে বাঁধের জায়গায় অবৈধ স্থাপণা নির্মাণ করছে। তাকে প্রতিহত করা না গেলে, তার দেখাদেখি অন্যরাও বাঁধ দখলে উৎসাহিত হয়ে উঠবে।
স্থানীয়রা আরও জানান, অবৈধ দখল বন্ধ করা না হলে বাঁধের অস্থিত্ব হুমকির মুখে পড়বে।
এনিয়ে ওই এলাকার সুশিল মিস্ত্রি বলেন, এভাবে বাঁধের জায়গা দখল করা অন্যায়। তবে, তারা ক্ষমতাধর হওয়ায় কারো কোনো কথা শুনছেন না দখলকারীরা।
এবিষয়ে জানতে চাইলে পরেশ সাহা বলেন, গাছ লাগিয়ে দেয়া হবে। পরিত্যক্ত জায়গায় ঘর করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কি করার আছে। তাছাড়া এসও রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করে তার মৌখিক নির্দেশে তারা এখানে দোকান ঘর নির্মাণ করছেন।
এবিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসও রাজ্জাক বলেন, বিষয়টি ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর